ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করে নিহত সিফাতের স্বজন সহপাঠী এলাকাবাসী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানববন্ধন করে নিহত সিফাতের স্বজন সহপাঠী এলাকাবাসী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে দশম শ্রেণির ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সোমবার (১৮ নভেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় সিফাতের বাব মনোয়ার মিয়াসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তারা দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শনিবার (১৬ নভেম্বর) সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সঙ্গে বসেছিল উজির আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সিফাত। এ সময় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে করে পালিয়ে যায়। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সিফাত।

বিজ্ঞাপন