বরগুনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বরগুনা জেলার তালতলী উপজেলার চাউলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বড়পাড়া এলাকার পিংদক্ষিণি রঞ্জন রায় ছেলে উত্তম চন্দ্র রায় (৪০), উত্তর ঝাড়াখালী এলাকার কামাল জোমাদ্দারের ছেলে বেল্লাল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উত্তম চন্দ্র রায়কে ৮৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ সময় তার দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে এক সহযোগী বেল্লালকে ঝাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
পুলিশের দাবি, তারা এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। আটক আসামী উত্তমের বিরুদ্ধে মুলাদী থানায় একটি অপহরণ মামলা রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।