গাইবান্ধায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাতে উজেলার সামমারা ধুধিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মজিবর রহমানের ছেলে মুছা মিয়া (৩৫), পলাশবাড়ী উপজেলার গৃধারানী গ্রামের গোলজার রহমানের ছেলে লুৎফর রহমান লিখন (২৩) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাটের লালমাটি গ্রামের আবদুর ছাত্তার রহমানের ছেলে রবিউল ইসলাম শুভ (২১)।
গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, তাদেরকে গ্রেফতারের সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।