গাইবান্ধায় পিইসিতে প্রথম দিনে অনুপস্থিত ৩৭৪২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী।

রোববার (১৭ নভেম্বর) জেলার ৭ উপজেলায় ৯৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৭ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৪৪৮ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৮ হাজার ৮২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ২৯৪ জন।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, আজ রোববার পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।