বর্তমান সরকার শিল্পবান্ধব: শিল্পমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প কলকারখানাগুলোকে আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিত্তবানদের প্রতি নিজ জেলায় শিল্প-কলকারখানা বৃদ্ধির আহ্বান জানান।

এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন শহরের কাস্টমস মোড়স্থ নির্মাণাধীন বিআরবি’র আধুনিক হসপিটাল এবং বিসিক শিল্পনগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিআরবি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।