পেঁয়াজ-রসুন মজুদ রাখায় ৬৫ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজ ও রসুন মজুদ করে রাখায় দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা এবং একটি গোডাউনে পেঁয়াজ মজুদ রাখায় তা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার পান্টি বাজারে এই অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।
এ সময় তিনি জানান, পেঁয়াজ মজুদ করে বেশি দামে তা বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে পান্টি বাজারে অভিযান চালানো হয়।
মজুদ পেঁয়াজের বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় আজিজুর রহমান রতনকে ৩৫ হাজার টাকা এবং রসুন মজুদ করে রাখায় সাহেব আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর পেয়ে দক্ষিণ মুলগ্রাম বাজারের একটি গোডাউন বন্ধ করে পালিয়ে যাওয়ায় তা সিলগালা করে দেয়া হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।