গাইবান্ধায় ১৭ দফা দাবিতে সিপিবির পদযাত্রা
সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, ধর্মীয় সংখ্যালঘু-আদিবাসীদের ওপর জুলুম-অত্যাচার বন্ধসহ ১৭ দফা দাবিতে গাইবান্ধায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (১৭ নভেম্বর) জেলার দারিয়াপুর বন্দর থেকে পদযাত্রা শুরু হয়ে মন্ডলপাড়া, ষোলাগাড়ী, চ্যাংগেরভিটা ও রূপার বাজার হয়ে তালতলা বাজারে শেষ হয়।
পরে এক পথসভায় বক্তারা বলেন, গণমাধ্যমগুলোতে চোখ রাখলে দেখা যায় সড়কে মৃত্যুর মিছিল। তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে সক্ষম হয়নি। এবার অসম চুক্তির মাধ্যমে উল্টো ফেনী নদীর পানি ভারতকে কেন দেয়া হলো দেশের মানুষ তা জানতে চায়।