কুষ্টিয়ায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।
বুধবার (১৭ নভেম্বর) কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে এই মেলা শুরু হয়। আগামী ২০ নভেম্বর বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আয়কর মেলা।
বুধবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এ মেলার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘মানুষ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের মহাসড়ক হচ্ছে মানুষের দেওয়া করের টাকায়। কর দেওয়া মানুষের নৈতিক দায়িত্ব। জনগণ যত স্বাবলম্বী হবে সরকারকে ততবেশি কর দিতে পারবে। এতে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সরকারের কাজ সহজ হবে।’
উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৮ (বৈতনিক), কুষ্টিয়ার কর অঞ্চলের উপ কর কমিশনার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, আয়কর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ প্রমুখ।