শত্রুতা করে ৬০ মণ মাছ নিধন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মাছ চাষি হলেন সাজেদুল ইসলাম স্বাধীন। তার পুকুরে কে বা কারা শত্রুতা করে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ নিধন করেছে।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত সাজেদুল ইসলাম স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্য জরমনদী এলাকায় বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করা হচ্ছে। এটি একটি লাভজনক ব্যবসা। প্রতি বছরের মতো এবারো ওই পুকুরে বিভিন্ন প্রজাতির ৮ মণ পোনা মাছ ছেড়ে দেয়া হয়। যার প্রতিটি মাছ প্রায় আধা কেজি ওজনের হয়েছিল।
শনিবার (১৬ নভেম্বর) রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরটিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ মেরে ফেলে। ওই মাছের দাম প্রায় ৪ লক্ষাধিক টাকা হবে।
তিনি আরও জানান, রোববার সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখেন। এ বিষয়ে মামলা করবেন তিনি।