গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনজন মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনজন মিয়া উপজেলার ফলিয়া গ্রামের আ. গনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রনজন মিয়া কোমরপুর গ্রামে গাছ কাটতে যান। ওই গাছ ঘেঁষে সেচ পাম্পের তার লেগেছিল। হঠাৎ ওই তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে রনজন মিয়া মারা যান।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’