শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) মিরপুর উপজেলার আব্দুর রাফেত বিশ্বাস কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম টিপু সুলতান।

কলেজ অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান চৌধুরী চন্দন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে জেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন