বরগুনায় র‍্যাবের অভিযানে কারেন্ট জাল জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ৩ জনকে, ছবি: সংগৃহীত

আটক হওয়া ৩ জনকে, ছবি: সংগৃহীত

বরগুনায় নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৮। এ সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে বরগুনা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫ মণ কারেন্টজালসহ ৩ জনকে আটক করে র‍্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আটককৃত ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তদের মধ্যে (রাসেল এন্টারপ্রাইজ) রাসেলকে ১ বছর, শামীমকে ৪ মাস, আব্দুর রবকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরে বিভিন্ন দোকান তল্লাশি করে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। নিষিদ্ধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে নষ্ট করা হয়।

বিজ্ঞাপন