নকলে সহায়তা করায় সাত শিক্ষক বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

নেছারিয়া কামিল মাদরাসা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নেছারিয়া কামিল মাদরাসা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে লালমনিরহাটের ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) পরীক্ষা চলাকালীন লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. মোসলেম উদ্দিন তাদের বহিষ্কার করেন। একই সঙ্গে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

বহিষ্কার হওয়া ৭ শিক্ষক হলেন- নেছারিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, মোগলহাট ইটাপোতা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মণ, চরকুলাঘাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মরিয়ম বেগম, হারাটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রহমত আলী, বলিরাম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদা বেগম, বেরপাঙ্গা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাছির উদ্দিন ও একই মাদরাসার সহকারী শিক্ষক আবু হানিফ।

জানা গেছে, শনিবার সকালে নেছারিয়া কামিল মাদরাসায় জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালে ২ শিক্ষার্থীকে নকলে সহায়তা করে ওই ৭ শিক্ষক। ওই সময় কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে টহলরত অবস্থায় তা দেখতে পান। পরে ২ শিক্ষার্থীসহ ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়।

লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।