কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার ম্যানেজার রাসেল আহমেদকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকিজ বিড়ির ব্যান্ডরোল ঘাটতি ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে আকিজ বিড়ি কারাখানা বন্ধ ছিল। শনিবার কারাখানাটি খোলার পর কারখানার ম্যানেজার রাসেল আহমেদের কাছে শ্রমিকরা কারখানা বন্ধ থাকার কারণ জানতে চান।

এ সময় ম্যানেজার রাসেল আহমেদ উত্তেজিত হয়ে শ্রমিকদের সাথে অসদাচরণ করেন ও রোববার থেকে আবারও কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন। এ কারণে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ম্যানেজার রাসেল আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও তার অফিস কক্ষ ভাংচুর করে। এমন খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আকিজ বিড়ি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।