বরগুনায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

আয়কর মেলার উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আয়কর মেলার উদ্বোধন করেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও জনগণের সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় চার দিনব্যাপী আয়কর মেলা’ ১৯ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন করা হয়। ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত এ আয়কর মেলা চলবে।

বিজ্ঞাপন

আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু।

এ সময় বক্তব্য রাখেন বরগুনা মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক (রাজস্ব) মো. জালাল উদ্দিন, বরগুনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আ. ছালাম, বরগুনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান জামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, চেম্বারর্স অফ কমার্সের প্রতিনিধি দিলিপ কর্মকার প্রমুখ।

বিজ্ঞাপন