পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা জেলায় অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- সিপিবি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য সন্তোষ কুমার ও আসোয়াদ আলীসহ অনেকে।

বক্তারা বলেন, একটি মহল সিন্ডিকেট গড়ে তুলে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। শুধু পেঁয়াজই নয়, সম্প্রতি চাল-সবজিসহ সব ধরনের নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শিগগিরই এসব পণ্যের দাম না কমানো হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।