কুষ্টিয়ায় বাসদ এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাসদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাসদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৩৯তম ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে এ উপলক্ষে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাসদ কুষ্টিয়া জেলা আহবায়ক কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রফিকুল ইসলাম, জাতীয় গণ ফ্রন্ট জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান জালাল, বাসদ জেলা সদস্য সচিব কমরেড মাসুদ হাসান, সদস্য এ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম সাহিন, আশরাফুল ইসলাম, সামছুদ্দিন ইলিয়াস কলম, চারণ জেলা সহ সভাপতি আজিজুর রহমান, ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক তাসনিম নাহার, সদস্য টুটুল আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লব সোভিয়েত ইউনিয়নের কোটি কোটি মানুষকে মুক্তির দিশা দিয়েছিল। একইসাথে সারা দুনিয়ার শ্রমজীবী মানুষসহ বিবেকবান মানুষকে শোষণমুক্তির সংগ্রামে নতুন করে উদ্বুদ্ধ করেছিল। অল্প সময়ে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি ছিল সারা দুনিয়ায় ঈর্ষণীয়। ১৯১৭ সালের এই বিপ্লব সারা দুনিয়ার মানবজাতির মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে আছে। মানবমুক্তির ইতিহাসে অক্টোবর বিপ্লব ও তার নেতা মহামতি লেনিনের নাম চিরঅক্ষয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মহান অক্টোবর বিপ্লব বিশ্ববাসীর কাছে নতুন তাৎপর্য নিয়ে সারা দুনিয়ার শোষিত-মেহনতি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। অক্টোবর বিপ্লবের প্রেরণায় মানব-মুক্তির লড়াইকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।