গাইবান্ধায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ এই শ্লোগানকে ধারণ করে গাইবান্ধায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা কর কমিশনার কার্যালয় চত্বরে মেলাটি উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মাসুদ বিল্লাহ।
সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মো. মুসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাজাদা আনোয়ারুল কাদির, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, জেলা যুবলীগে সাধারণ সম্পদক শাহ আহসান রাজিব, আয়কর আইনজিবি সমিতির শফিউল আলম, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সরকার মো. শহীদুজ্জামানসহ অনেকে।
বক্তারা বলেন, ১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। করদাতাদের জন্য বুথ খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতাদের জন্য খোলা থাকবে।