গাইবান্ধায় ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

কামরুল ইসলাম তোতা

কামরুল ইসলাম তোতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একাধিক মাদক মামলার আসামি কামরুল ইসলাম তোতাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে  ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের করতোয়া নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

কামরুল ইসলাম তোতা ওই গ্রামের মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নাদিম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার দাম প্রায় দেড় লাখ টাকা। তোতার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। ফের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন