গাইবান্ধায় গণপিটুনি দিয়ে ডাকাত সর্দারকে পুলিশে দিল জনতা
গাইবান্ধার সাদুল্লাপুরে ডাকাত সর্দারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে সাদুল্লাপুর-তুলশিঘাট সড়কের গয়েশপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
নাছিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন জানান, ভোরে পাবনার কাজীরহাট থেকে একটি মালবাহী ট্রাক সাদুল্লাপুরে যাচ্ছিল। এ সময় সাদুল্লাপুর-তুলশিঘাট সড়কের গয়েশপুর নামকস্থানে ট্রাকটি পৌঁছালে ৫-৬ জনের একটি ডাকাত দল রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি থামায়। এসময় তারা চালক আলম খাঁকে বেদম মারধর করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
একপর্যায়ে তারা ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলম খাঁ চিৎকার দেন। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার নাছিম মিয়া ধরা পড়েন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুদ রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এবিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার নাছিমকে বিকেলে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।