মহেশপুরে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের মহেশপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মনিরুল মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার ভোরে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মনিরুল ইসলাম মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যুগিহুদা গ্রামে একদল মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মনিরুল ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে মনিরুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০ বোতল ফেনসিডিল ও একটি ধারালো ছুরি। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মনিরুলের নামে বিভিন্ন থানায় ১০টিরও অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।