গাইবান্ধায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় হাডুডু খেলা।
বুধবার (১৩ নভেম্বর) স্থানীয় রাজাহার যুব উন্নয়ন সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটিকে ঘিরে দিনভর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার হাডুডু খেলাপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, রাজাহার ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিব খান লেবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সালসহ অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।