কুষ্টিয়ায় মীর মশাররফের জন্মদিন পালন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় মীর মশাররফের জন্মদিন পালন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় মীর মশাররফের জন্মদিন পালন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলা সাহিত্যের অমর সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে মীরের বাস্তুভিটায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মৃনাল দে, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, 'আমৃত্যু বাংলা সাহিত্যের সেবা করে গেছেন অমর সাহিত্যিক মীর মশাররফ হোসেন। যিনি ঔপনিবেশিক সময়ের বাসিন্দা হয়েও উপনিবেশের ভাষাগত দাসত্ব স্বীকার করেননি।'

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, '১৯ শতকের বহুমাত্রিক এ সাহিত্য শিল্পী তার উপন্যাস, নাটক, নকশা, স্মৃতিকথা, দিনলিপির মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে নানাভাবে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টা করেছেন।' যেকোনো সাহিত্যের ইতিহাসে বিরল বলেও উল্লেখ করেন তারা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মীরের লেখা গান ও নাটক পরিবেশনা করা হয়।

উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।