কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রিংকন বড়ুয়া, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রিংকন বড়ুয়া, ছবি: সংগৃহীত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকন বড়ুয়া (৩০) নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পদুয়ার বাজর বিশ্বরোড সংলগ্ন মিস্ত্রী পুকুরপাড় এলাকায় ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, রিংকন বড়ুয়া মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ছুটি শেষে কর্মস্থল কচুয়ায় আসার সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি) ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে। তার পিতার নাম আশোতোষ বড়ুয়া। ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

রিংকন বড়ুয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালীউল্লাহ (অলি), পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।