ঘূর্ণিঝড় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউ টিন, নগদ টাকাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।
জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এ উপজেলায় সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, চাল ও দুই বান্ডিল টিনসহ প্রত্যেককে ৬ হাজার টাকা দেওয়া হয়।
বরগুনা জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বরগুনার ছয়টি উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২ জনের মৃত্যু, ১৭ জন আহত ও ৫ হাজার ২৩৫টি বসতঘর এবং ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও সাড়ে ৩৮ কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে।
এ ছাড়া, ৯ হাজার ৮৭৩ হেক্টর জমির আমন ধান ও ৫৫০ হেক্টর জমির শাক-সবজি ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ১ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।’