ঘূর্ণিঝড় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউ টিন, নগদ টাকাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।

বিজ্ঞাপন

জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এ উপজেলায় সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, চাল ও দুই বান্ডিল টিনসহ প্রত্যেককে ৬ হাজার টাকা দেওয়া হয়।

বরগুনা জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বরগুনার ছয়টি উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২ জনের মৃত্যু, ১৭ জন আহত ও ৫ হাজার ২৩৫টি বসতঘর এবং ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও সাড়ে ৩৮ কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, ৯ হাজার ৮৭৩ হেক্টর জমির আমন ধান ও ৫৫০ হেক্টর জমির শাক-সবজি ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ১ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।’