মাইক্রোবাস চালককে কুপিয়ে জখম করার প্রতিবাদে সড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে মাইক্রোবাস চালককে কুপিয়ে জখম করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন তারা।

বিজ্ঞাপন

শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার রাতে মাইক্রোবাস চালক পলাশ শহরের মাওলানা ভাসানী সড়কে যুবলীগ কর্মী কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা তার অফিসে ঢুকে কামাল হোসেন ও শ্রমিক পলাশকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা বুধবার সকালে ঝিনাইদহের সকল রুটের সড়ক অবরোধ করে। এতে ঝিনাইদহের ওপর দিয়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ২ ঘণ্টা পর হামলাকারীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। পরে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিক মারধরের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।