কান্দিউড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি কালাম, সম্পাদক তাপস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

সভাপতি কালাম, সাধারণ সম্পাদক তাপস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সভাপতি কালাম, সাধারণ সম্পাদক তাপস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দীর্ঘ ১৬ বছর পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবুল কালাম আজাদ সভাপতি ও তাপস ব্যানার্জি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় শিক্ষাবিদ আব্দুর রহমান স্মৃতি বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনের প্রথম অধিবেশনে কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে আবুল কালাম আজাদ চেয়ার প্রতীক নিয়ে এবং সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে জেলা যুবলীগের সদস্য তাপস ব্যানার্জি বিজয়ী হন।

সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম বিজয়ী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তা তিনি জানাননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর হলেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনটি সম্পন্ন করতে পেরেছি।