বরগুনায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বরগুনার সদর ইউনিয়নে গাছ থেকে পড়ে মনোয়ার হোসেন খান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মনোয়ার হোসেন খা কালিরতবক গ্রামের আবদুল গনি খায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনোয়ার বরগুনা সদর ইউনিয়নের কালিরতবক এলাকায় গাছে উঠে একটি ডাল কাটতে গেলে সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ জানান, নিহত মনোয়ার গাছ কাটতে গেলে গাছ থেকে পড়ে মারা যান। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।