বরগুনার নিখোঁজ ১৫ জেলের মধ্যে উদ্ধার ৮
ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়ায় বরগুনার ১৫ জন জেলে নিখোঁজ হয়। এর মধ্যে ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকি ৭ জেলের এখনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ৪ জন এবং তালতলী উপজেলার ৪ জন জেলে তাদের নিজেদের এলাকায় ফিরে আসেন।
উদ্ধার করা জেলেরা হলেন- মস্তফা ফরাজী (৫০), জসিম ফরাজী (৩০), পনু মোল্লা (৪০), জলিল খান (৪৫), আনোয়ার সিকদার (৪৫), দুলাল (৫৫), মোশারেফ (৪০), হারুন (৫০)।
উদ্ধার করা জেলেদের মধ্যে মস্তফা ফরাজী জানান, গত শুক্রবার (৮ নভেম্বর) ঘূর্ণিঝড় বুলবুলের সংকেত পেয়ে উপকূলে ফিরছিলেন ওই ১৫ জেলে। পথে তাদের মাছধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে উল্টে যায়। এ সময় ৪ জেলে ট্রলারের ভেতরে আটকা পড়ে এবং বাকিরা পানিতে ভাসতে থাকে। এদের মধ্যে ৮ জন চরে আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করে বিজিবি।