হিলিতে ফের আমদানি-রফতানি শুরু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি(দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। একদিন পর আজ (সোমবার) সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রফতানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশী ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন, গতকাল রোববার বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। আজকেও স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন