বাস উল্টে শৈলকুপায় আহত ২৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনা/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সড়ক দুর্ঘটনা/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকূপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রোববার দুপুরে শৈলকূপা উপজেলার হাটফাজিলপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ শহরে যাচ্ছিল।

এ সময় গোবিন্দপুরে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি বাসকে ক্রসিং করার সময় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর হওয়ায় ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন