উত্তাল সাগরে ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়ায় একটি ট্রলারসহ বরগুনার ১৫ জেলে নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৯ নভেম্বর) সকালে ট্রলারটি নিখোঁজ হয়। নিখোঁজের আগে ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। 

বিজ্ঞাপন

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বার্তা টোয়েন্টিফোর.কমকে জানান, সগির হোসেন নামক এক জেলে তাকে বিষয়টি জানিয়েছেন।

বরগুনা সদরের নলী গ্রামের নজরুল ইসলামের মালিকানাধীন ‘তরিকুল’ নামের ট্রলারটি নিয়ে ১৬জন জেলে গত বৃস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলের দিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় ওই ট্রলারের একজন জেলে সগির হোসেন অন্য ট্রলারে উঠে তীরে ফিরে অন্য একটি ট্রলার নিয়ে নষ্ট ট্রলারটি উদ্ধারের জন্য সেই এলাকায় যান। তারা গিয়ে ট্রলারটি আর খুঁজে পাননি। নিখোঁজদের ১০জন তালতলী উপজেলার বাসিন্দা বলে জানা যায়। এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।