মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদ সদস্য লিয়াকত আলী জানান, ভোরে সুমনসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথে শিলগেট নামক স্থানে ভারতের পাখিউড়া বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সুমন নিহত হন।
৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বলেন, অসমর্থিত সূত্রে বিষয়টি জানতে পেরেছি। মরদেহ বর্তমানে পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।