নীলফামারীতে ট্যাংকলরিচাপায় ব্যবসায়ী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত ট্যাংকলরি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্ঘটনা কবলিত ট্যাংকলরি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নীলফামারীতে তেলবাহী ট্যাংকলরিচাপায় মোটরসাইকেল চালক গাউসুল আজম বাবু (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার দেবীগঞ্জ সড়কের বড় রাউতা মডেল স্কুল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত গাউসুল আজম বাবু ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটুরিয়া পাড়ার রাজ্জাক মিঞা বাজার এলাকার মৃত মোস্তফা হোসেনের ছেলে। তিনি ওই বাজারের ফার্মেসি ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, বিকেলে বড় রাউতা মডেল স্কুল পাড়া এলাকায় একটি তেলবাহী ট্যাংকলরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্যাংকলরি ও মোটরসাইকেল সড়কের পাশে পুকুরে পড়ে যায়। তেলবাহী ট্যাংকলরিটি (ঝিনাইদহ-ঢ-৪১-০০৮৯) পার্বতীপুর থেকে পঞ্চগড় যাচ্ছিল।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।