বরগুনায় পুকুর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
বরগুনার বেতাগীতে পরিত্যক্ত পুকুর থেকে তামিমা (৭) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে তামিমার মরদেহ উদ্ধার করা হয়। সে মাছুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল হাওলারের মেয়ে তামিমা। স্কুল থেকে বাড়ি না ফেরায় দুপুর থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মোকামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম সুজন জানান, সরেজমিনের আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।