নিখোঁজের পর ক্ষেতে মিলল গৃহবধূর গলিত মরদেহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

রিতার স্বজনদের শোকের মাতম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রিতার স্বজনদের শোকের মাতম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ছয় দিন পর রিতু খাতুন নামের এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ডাকাতিয়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিতু খাতুন মহেশপুর উপজেলার আব্দুর সবুরের মেয়ে এবং তিনি একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) আতিক হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, সকালে ডাকাতিয়া গ্রামের একটি হলুদ ক্ষেতে গলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে পরিবারের লোকজন রিতুর পরিচয় শনাক্ত করে। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ৩১ অক্টোবর রিতু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

রিতুর স্বজনরা জানান, রিতু গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। পদ্মরাজপুর গ্রামের কলেজছাত্র সাগরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাত মাস আগে তারা যশোরে গিয়ে বিয়ে করে। সে সময় শর্ত ছিল মেয়ে এসএসসি ও ছেলে এইচএসসি পাশ না করা পর্যন্ত বিয়ের বিষয়টি গোপন থাকবে। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গেলে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।