আদালতে শুনানি চলাকালে আসামির আত্মহত্যার চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

আসামি জাহিদুল ইসলাম শুভ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আসামি জাহিদুল ইসলাম শুভ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নীলফামারীতে আদালতের এজলাসে নিজের হাতকরা দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন মোটরসাইকেল চুরি মামলার আসামি জাহিদুল ইসলাম শুভ (৩০)।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আসামি জাহিদুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আসামির আইনজীবী আল-মাসুদ চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সৈয়দপুর থানার একটি চুরি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানোর জন্য শুনানি চলছিল। তাকে মিথ্যাভাবে জড়ানো হচ্ছে। যার কারণে ক্ষুব্ধ হয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলছে তার।

নীলফামারী আদালতের জিআরও (সৈয়দপুর) ফজলুল হক জানান, ঠাকুরগাঁওয়ে একটি চুরির মামলায় গত ৩ অক্টোবর শুভসহ চারজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৈয়দপুর থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। আজ তাদের আদালতে হাজির করা হয়।