পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে রাসেল (১৪) ও ভাইয়ের স্ত্রী হামিদা বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই তিন জনের উপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জনেরই মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।