ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় ওষুধসহ আটক ব্যক্তি, ছবি: সংগৃহীত

ভারতীয় ওষুধসহ আটক ব্যক্তি, ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আইয়ুব খাঁন (২৫) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সাধুহাটি বাসন্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার মৃত খায়ের মোহাম্মদ খাঁনের ছেলে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ অবৈধভাবে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ডিবির একটি অভিযানিক দল। এসময় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আইয়ুব খানকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।