মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আপেল মাহমুদ (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা আরোহী দেলোয়ার হোসেন।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রানীশংকৈল-নেকমরদ সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।
নিহত আপেল মাহমুদ রানীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের জুয়েদ আলীর ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুপুরের দিকে নেকমরদ হতে রানীশংকৈলের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আপেল মাহমুদ। এ সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর হাসপাতালে নেওয়ার পথে নিহত হয় আপেল।