নিখোঁজ যুবকের মরদেহ মিলল ডোবায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ডোবায় পড়ে আছে ওসমান গনির মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডোবায় পড়ে আছে ওসমান গনির মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা সদর উপজেলার ধানগড়া গ্রামের একটি ডোবা থেকে ওসমান গনি (৩৫) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসমান গনির গ্রামের বাড়ি বিক্রমপুর জেলায়। তবে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। তার শ্বশুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ী গ্রামে।

স্থানীয় লোকজন জানান, ওসমান গনি তিনদিন আগে নিখোঁজ হয়। দুপুরে খোলাহাটি গ্রামের অদূরে ধানগড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ ভেসে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, খবর পেয়ে ওসমান গনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেলিনা ও মাসুদ নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।