নতুন সড়ক আইন নিয়ে পুলিশের অবহিতকরণ সভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

অবহিতকরণ সভায় যানবাহনের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অবহিতকরণ সভায় যানবাহনের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

আজ থেকে কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে অবহিতকরণ সভা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১ লা নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের (বিপিএম) সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. খুরশীদ আলম সিকদার, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর উপস্থিত ছিলেন।

এছাড়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে আনিছুর রহমান, মোটর ওয়ার্কার্স (১০৫৫) ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাছির, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাচ্চু, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক কুদ্দুসসহ পরিবহন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা সম্পর্কে ফরিদপুর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. খুরশীদ আলম সিকদার বলেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ একটি যুগপোযোগী আইন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন আইনের খুবই প্রয়োজন ছিল।’

তিনি বলেন, ‘আজ আমরা পরিবহন সেক্টরের প্রায়ই সকলকে ডেকে সভা করে সড়ক পরিবহনের পুরান ও নতুন আইনের মধ্যেকর যে ব্যবধান তা তুলে ধরেছি।’

ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর বলেন,‘নতুন আইন সম্পর্কে পরিবহন মালিক ও শ্রমিকদের অবগত করা হয়েছে। যাতে করে তারা সাধারণ শ্রমিকদেরকে এই আইন সম্পর্কে জানাতে পারেন। সচেতনার এই কর্মসূচি আরো দুই-একদিন চলবে। এরপর আইনের প্রয়োগ শুরু হবে।’