প্রতিটি নাগরিকের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তাদের ভালো রাখার জন্য নিয়েছেন নানা উদ্যোগ। দিনরাত তিনি মানুষের জন্য ভাবেন। মানুষের কল্যাণে তিনি সবসময় নিবেদিত।’
শুক্রবার (১ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরে যুবদিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দিন দিন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সম্ভাবনাময় এ দেশের তরুণ-তরুণী পারবে দেশকে আরও এগিয়ে নিতে। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তির ব্যবহার।’
তিনি আরও বলেন, ‘সঠিক পথে পরিচালনার জন্য তাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে। অভিভাবকরাই পারে তাদের সন্তানদের ভালো কাজের দিকে ধাবিত করতে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদিসহ অন্যান্যরা।