ফরিদগঞ্জে আওয়ামী লীগ সভাপতিসহ ৪ জুয়াড়ি আটক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন

চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা বিআরডিবির (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলা চত্বরে বিআরডিবির কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক বাকি তিনজন হলেন- ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন, মামুনুর রহমান ও আনোয়ার হোসেন।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বার্তাটোয়ান্টিফোর ডট.কমকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল রাতে তাস খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে চার জুয়াড়িকে আদালতে প্রেরণ করা হয়েছে।