সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দুইজন, ছবি: সংগৃহীত

নিহত দুইজন, ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের কাতলির বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের কাচু মিয়ার ছেলে আইজল হোসেন (৪০) ও দুলাল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই গ্রামের নয়া মিয়ার ছেলে ফুল মিয়া তার ধানী জমিতে ইঁদুর মারার জন্য গুনা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই সময়ে আইজল ও উজ্জ্বল কাতলির বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। এসময় তারের সংস্পর্শে আসলে দুইজনই ঘটনাস্থলে মারা যান।

এ তথ্য নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌহিদুল ইসলাম বাবু বার্তাটোন্টিফোর.কমকে বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি খুবই দুঃখজনক।

বিজ্ঞাপন