সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের কাতলির বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের কাচু মিয়ার ছেলে আইজল হোসেন (৪০) ও দুলাল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, ওই গ্রামের নয়া মিয়ার ছেলে ফুল মিয়া তার ধানী জমিতে ইঁদুর মারার জন্য গুনা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই সময়ে আইজল ও উজ্জ্বল কাতলির বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। এসময় তারের সংস্পর্শে আসলে দুইজনই ঘটনাস্থলে মারা যান।
এ তথ্য নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌহিদুল ইসলাম বাবু বার্তাটোন্টিফোর.কমকে বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি খুবই দুঃখজনক।