মা ইলিশ শিকারের দায়ে ৪২ জনের জেল-জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার নদ-নদীগুলোতে মা ইলিশ শিকার বিরোধী অভিযানে ৪২ জন জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৭ জনকে জেল ও ২৫ জনকে জরিমানা করা হয়েছে।

ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ওইসব জেলেদেরকে দণ্ডিত করা হয়।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বলেন, ওই নিয়ম অমান্যকারী যে সব জেলে মা ইলিশ শিকার করেছে তাদের ৪২ জনকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া টানা ২২ দিনে ২০টি মোবাইল কোর্ট ও ১৩৪টি অভিযান পরিচালনা করে সাড়ে ৪২ কেজি ইলিশ মাছ উদ্ধার ও ১ লাখ ৪৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এ সময়ে মা ইলিশ ডিম পাড়ে। যে সব নদ-নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল।