ওজনে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় ওজনে কম দেয়ার অপরাধে অ্যাডভান্সড পোলট্রি অ্যান্ড ফিস মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের বারখাদা এলাকায় ওই মিলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়া শহরের বারখাদা এলাকায় ওই মিলে অভিযান পরিচালনা করি। এ সময় ৫০ কেজির ফিডের বস্তায় ওজনে কম দেয়ার বিষয়টি আমাদের নজরে আসে। এ কারণে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় জেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. কিশোর কুমার কুণ্ডু ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।