গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুল আলোচিত মাদক কারবারি রুহুল আমিনকে (২৮) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার কাইয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থাকা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন উপজেলার গোয়াহাটি পাড়ার আবদুর রশিদ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বার্তাটোন্টিফোর.কমকে বলেন, ‘গোপন সংবাদ পেয়ে রুহুল আমিনকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।