বরগুনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জলিশা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজার এলাকার বেরেরধন খালে অজ্ঞাত এক নারীর মরদেহ স্থানীয় লোকজন ভাসতে দেখে পুলিশে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

বেতাগী থানার ওসি বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বেরেরধন খালে এক অজ্ঞাত নারীর মরদেহ ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দিলে তা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন