সিন্ডিকেট করে পেঁয়াজ বিক্রি হয় গাইবান্ধায়!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার হাট-বাজারগুলোতে লাগামহীন ভাবে বাড়ছে পেঁয়াজের দাম। আর এ কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রেতারা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

গাইবান্ধার হাট-বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫ টাকা দামে। অথচ এক সপ্তাহ আগে যা বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা দামে। হঠাৎ এভাবে দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

ক্রেতাদের অভিযোগ, হাট-বাজারগুলোতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় আড়তদাররা ঘরে পেঁয়াজ মজুদ রেখে বাজারে সংকট দেখাচ্ছে। যার ফলে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতিতে চলছে।

বিজ্ঞাপন

পেঁয়াজ কিনতে আসা মোখলেছুর রহমান জানান, ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট গড়ে তুলে পেঁয়াজ সংকট সৃষ্টি করেছে। এ বিষয়ে শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান দরকার।

খুচরা বিক্রিতা আজিম উদ্দিন জানান, ভারত থেকে এলসির পেঁয়াজ না আসায় এবং দেশি পেঁয়াজ না থাকায় দাম বেড়েছে।

গাইবান্ধা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক মো. মাসুম আলী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারকি করছি। ব্যবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রাখতে না পারে এবং অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।’